জুমার দিন শুক্রবার (১৪ জুলাই) আল-আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে দেয়াল ঘেরা ওল্ড সিটির ডাংগ গেইটে গুলিবিনিময়ে এই প্রাণহানি হয়।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, জুমার নামাজের আগে তিন বন্দুকধারী ফিলিস্তিনি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
সংবাদমাধ্যম আরও বলছে, গুলিবিনিময়ের পর ঐতিহ্যবাহী মসজিদটির এই গেইটে শুক্রবারের জুমার নামাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
আল-আকসা মসজিদ কর্তৃপক্ষ জানায়, মসজিদ আঙ্গিনার ভেতরে দুই ফিলিস্তিনির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী পবিত্র আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান। প্রতি শুক্রবার এখানে হাজারো মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন, যাদের বেশিরভাগই অবরুদ্ধ ফিলিস্তিনি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জিওয়াই/এইচএ/