গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১২টার কিছু সময় আগে মেক্সিকোর দক্ষিণে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট ব্যবধানেই বিভিন্ন এলাকা থেকে প্রাণহানির খবর আসতে শুরু করে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ৭১ জনের প্রাণহানি হয়েছে অক্সাকা রাজ্যে, দ্বিতীয় সর্বোচ্চ পাশ্ববর্তী শিয়াপাসে ১৬ জন। বাকি চারজনের প্রাণহানি হয়েছে তাবাসকো রাজ্যে।
এর আগে ১৯৮৫ সালে দেশটিতে ৮.২ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণহানি হয় অন্তত ১০ হাজার মানুষের।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
জেডএস