সেখানকার একটি রেস্টুরেন্ট ও পুলিশ চেকপোস্টে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট মন্ত্রণালযের এক মুখপাত্র জানান, দেশটির ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়াহর একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারী প্রথমে হামলা চালান।
এ ঘটনার পরপরই এক পুলিশ চেকপোস্টের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দু’দফা হামলার দায় স্বীকার করেছে।
নাসিরিয়াহর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জসিম আল খালিদি জানান, এখন পর্যন্ত সদর হাসপাতালে ৫০টি মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
পবিত্র শহর নাজাফ ও কারবালা অভিমুখে শিয়া তীর্থযাত্রী ও ইরানের কিছু পর্যটক যাচ্ছিলেন। মূলত তাদের লক্ষ্য করেই এ হামলা করা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
আরআর