পুলিশ বলছে, উইম্বলডন থেকে আসা ইস্টবাউন্ড ডিস্ট্রিক্ট লাইন ট্রেনটি পারসন্স গ্রিন স্টেশনে এলে হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনায় আহত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই অগ্নিদগ্ধ, সেখানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলি বলেন, শতাধিক গোয়েন্দাসহ এমআই ফাইভের অফিসারররাও এ বিস্ফোরণের তদন্তে কাজ করছেন।
তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কিছু নিশ্চিত করে বলেননি রাউলি।
এর আগে শুক্রবার সকালে পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর ট্রেনের ভেতরে যাত্রীর ব্যাগে আগুন জ্বলতে দেখা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এ ঘটনার পর থেকেই সাময়িক বন্ধ রয়েছে ওই স্টেশনটি। যাত্রীদের অন্য স্টেশন ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন>>
** লন্ডনে পাতাল স্টেশনে বিস্ফোরণ, অনেকে আহত
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এমএ/