জ্যামাইকার নাগরিক ভায়োলেন্ট ১৯০০ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন, সে সময় ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিলো জ্যামাইকা।
প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস ভায়োলেন্টের মৃত্যুর খবর জানিয়ে এক টুইটে লেখেন, ‘আমাদের বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভায়োলেন্ট মোসি-ব্রাউন মারা গেছেন।
যে বাড়িতে ভায়োলেন্ট জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়িটি বিশ্বখ্যাত স্প্রিন্টার উসাইন বোল্টের বাড়ি থেকে খুব কাছেই।
গত বছর জ্যামাইকার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ভায়োলেন্ট বলেন, সৃষ্টিকর্তার কৃপায় আমি বেঁচে আছি এবং আমি আমার বয়সের জন্য গর্ববোধ করি।
সে সময় ওই পত্রিকার এক রিপোর্টে বলা হয়, মাছ ও মাটন খেতে পছন্দ করেন ভায়োলেন্ট। তবে গরুর খুরের মাংসও তার পছন্দের তালিকায় ছিলো। কমলা, আমও ছিলো তার পছন্দের। তবে তিনি কখনো শূকর বা মুরগির মাংস গ্রহণ করেননি।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জেডএস