দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের চারটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টিলথ ফাইটার এবং দু’টি বি-১বি বোমারু বিমান কোরীয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে যায়।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু হুমকির জবাবে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই মহড়া দেয়া হয় বলে জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।
গত তিন সেপ্টেম্বর উত্তর কোরিয়া ষষ্ঠবারের মত পরমাণু বোমার পরীক্ষা চালায়। এছাড়া গত শুক্রবার জাপানের মূল ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি।
উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ডের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোরীয় উপদ্বীপে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আরআই