ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে শরণার্থীবোঝাই নৌকা ডুবে ২১ প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
কৃষ্ণ সাগরে শরণার্থীবোঝাই নৌকা ডুবে ২১ প্রাণহানি কৃষ্ণ সাগরে শরণার্থীবোঝাই নৌকা ডুবে ২১ প্রাণহানি

কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জন। তবে বেঁচে গেছেন ৪০ জন।

ইউরোপ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) মাছ ধরার এ নৌকা ডুবে যায়।

তুরস্কের কোস্টগার্ডের বরাত দিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

তবে, দুর্ঘটনার শিকার কারও জাতীয়তা জানা যায়নি।

ইউরোপ অভিমুখে লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে সাধারণত আফ্রিকান শরণার্থীরা গেলেও তুরস্ক হয়ে যায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার শরণার্থী অভিবাসীরা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।