কৃষ্ণ সাগরে শরণার্থীবোঝাই নৌকা ডুবে ২১ প্রাণহানি
কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জন। তবে বেঁচে গেছেন ৪০ জন।
ইউরোপ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) মাছ ধরার এ নৌকা ডুবে যায়।
তুরস্কের কোস্টগার্ডের বরাত দিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
তবে, দুর্ঘটনার শিকার কারও জাতীয়তা জানা যায়নি।
ইউরোপ অভিমুখে লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে সাধারণত আফ্রিকান শরণার্থীরা গেলেও তুরস্ক হয়ে যায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার শরণার্থী অভিবাসীরা।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএটি/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।