সৌদি সিংহাসন-আরোহীদের মধ্যে প্রথম কোনো বাদশাহ হিসেবে সালমানের এ সফরে এমন ‘রাজকীয় বহর’ আলোচিত হচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমে। তবে এই আলোচনা শুরু হয়েছে প্লেন থেকে নামার সময় লিফট অকেজো হওয়ার ভিডিও প্রকাশের পর।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, বুধবার মস্কোয় নিজের ব্যক্তিগত ফ্লাইট থেকে চলন্ত সোনার সিঁড়ি বেয়ে নামছিলেন বাদশাহ। কিন্তু মাঝপথেই ঘটলো বিপত্তি। আটকে গেল সোনার সিঁড়ি। তারপর উপায়ন্তর না দেখে খোদ অশীতিপর বাদশাহই হেঁটে নামতে থাকেন নিচে। সংকীর্ণ সিঁড়িতে এসময় কিংকর্তব্যবিমূঢ় হয়েই থাকতে দেখা যায় তার সহকারীদের।
পরে অবশ্য সংশ্লিষ্টরা বলেন, স্বর্ণের হওয়ার কারণেই এটি অন্য সাধারণ লিফটের মতো কাজ করছিল না।
সালমানের এ সফরকে রিয়াদ-মস্কোর তরফ থেকে বলা হচ্ছে ‘ঐতিহাসিক’। চারদিনের সফর শেষে শনিবার (৭ অক্টোবর) দেশে ফেরার কথা সৌদি বাদশাহর।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এইচএ/