শুধু তাই নয়. সিপিএন-ইউএমএল ও মাওবাদী কেন্দ্রের নেতৃত্বে গঠিত ওই বাম মহাজোটকে সংবিধান কার্যকর ও শান্তি প্রক্রিয়ার অন্তরায় বলেও মনে করছে তারা।
এ্কই সঙ্গে জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য বাম মহাজোটের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয়তাবাদী, গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোকে নিয়ে তারাও একটি বৃহত্তর জোট গঠন করবে।
কংগ্রেস নেতা অর্জুন নরসিংহ কেসি বলেন, বাম জোট অবশ্যই একটি চ্যালেঞ্জ। কিন্তু কংগ্রেসের এ জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আছে। আমরা এই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করবো।
গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা ড. বাবুরাম ভট্টরাইকে নিয়ে ৩৩ বাম দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটান সাবেক প্রধানমন্ত্রী ও মাওবাদী কেন্দ্র প্রধান পুষ্প কমল দাহাল প্রচন্দ এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) নেতা কে পি অলি।
আসন্ন ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বরের ফেডারেল নির্বাচনে মাওবাদীদের কাস্তে-হাতুড়ি প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছে তারা। এদিকে কংগ্রেসের কার্যকরি কমিটি আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ও কংগ্রেস প্রধান শের বাহাদুর দেউবাকে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
জেডএম/