ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রবিন্দ্র জাদেজার রেস্তোরাঁয় ২১২ কেজি পচা খাবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
রবিন্দ্র জাদেজার রেস্তোরাঁয় ২১২ কেজি পচা খাবার রবিন্দ্র জাদেজার রেস্তোরাঁয় পচা খাবার!

ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার রবিন্দ্র জাদেজার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২১২ কেজি বাসি ও পচা খাবার জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৭ অক্টোবর) গুজরাটের রাজকোট শহরে ‘জাদু’র খাবার মাঠ’ (জাদু’স ফুড ফিল্ড) নামে ওই রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়।

রাজকোট মিউনিসিপ্যাল করপোরেশনের খাদ্য বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযান শেষে কর্মকর্তারা জানান, অভিযানে বাসি, পচা ও মেয়াদোত্তীর্ণ ২১২ কেজি খাবার জব্দ করা হয়।

জাদেজার এই রেস্তোরাঁর পাশাপাশি  শহরের আর দু’টি রেস্তোরাঁয়ও অভিযান চালানো হয়। সেখানেও এমন মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়।

ক্রিকেট তারকার রেস্তোরাঁয় পচা খাবার পাওয়ার বিষয়টি স্বীকার করে জাদেজার বোন এবং রেস্তোরাঁর ব্যবস্থাপক নায়নাবা বলেন, আমাদের কিছু খাবার নষ্ট ছিল, কিছু খাবার সংরক্ষণের কারণে পচে গেছে। এবার থেকে আমরা এ বিষয়ে সতর্ক থাকবো।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।