মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দক্ষিণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পুত্রে থেকে ৩৬ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল ভূমিকম্পটির গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ৮২.৪ কিলোমিটার।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১২টা ৩২ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।
রিং অব ফায়ারে অবস্থিত চিলি ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। গত সাত বছরে দেশটিতে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে।
তবে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিলো ১৯৬০ সালে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭/ আপডেট: ১৩২০ ঘণ্টা
জেডএস