নথিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সর্বশেষ যুদ্ধ পরিকল্পনা এবং উত্তর কোরিয়ার নেতাকে হত্যা পরিকল্পনার নথিও রয়েছে বলে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়া ডেমোক্রেটিক পার্টির পার্লামেন্টারিয়ান লি চিওল-হি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানান, গত বছরের সেপ্টেম্বরে ডিফেন্স ইন্টেগ্রেটেড ডাটা সেন্টার থেকে হ্যাকাররা গোপনীয় নথি চুরি করে।
তিনি জানিয়েছেন, ২৩৫ গিগাবাইট সামরিক নথি চুরি হয়েছে, যার ৮০ শতাংশে কি ছিল সেটি এখনও জানা যায়নি। তবে জানার মধ্যে মিলেছে যুদ্ধের সময়ে দক্ষিণ কোরীয় স্পেশাল ফোর্সের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডারদের কাছে জমা দেওয়া প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বিদ্যুৎকেন্দ্রের তথ্য।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আইএ