মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের সামরিক ঘাঁটি থেকে উড়াল দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় চক্কর দেয় যৌথ বাহিনীর যুদ্ধবিমান।
মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের দু’টি কৌশলগত বোমারু যুদ্ধবিমান বি-১বি ও দক্ষিণ কোরিয়ার দু’টি এফ-১৫কে ফাইটার যুদ্ধবিমান।
আকাশ থেকে স্থলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই মহড়ার শেষাংশে জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগর ও কোরীয় উপদ্বীপের পশ্চিমাংশের হলুদ সাগরে বোমা ফেলা হয়।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘প্রসারিত উত্তেজনা প্রশমন’ কার্যক্রমেরই অংশ এই মহড়া।
এই মহড়ার খবর আসার আগে দক্ষিণ কোরিয়ার একজন সংসদ সদস্য দাবি করেন, উত্তর কোরিয়ার হ্যাকাররা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ২৩৫ গিগাবাইট সামরিক নথি হাতিয়ে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সর্বশেষ যুদ্ধ পরিকল্পনা এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে হত্যা পরিকল্পনার নথিও রয়েছে।
মঙ্গলবার রাতে সামরিক মহড়াটি চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকির জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যেই তীব্র বাকযুদ্ধ চলে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, কিম জং উনের তৎপরতা ‘আত্মঘাতী’। জবাবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে তুলনা করেন ‘কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে’।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এইচএ/
** যুদ্ধ পরিকল্পনা চুরি করলো উত্তর কোরিয়ার হ্যাকাররা!