শুক্রবার হরিয়ানার ঝাঝর জেলায় অবস্থিত ওই বিদ্যালয়ের গণিতের শিক্ষকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে ওই ছাত্র। সিসি টিভির ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাগ থেকে ধারালো বস্তু বের করে পেছন দিক থেকে ওই শিক্ষকের মাথা, ঘাড় এবং শরীরের অন্যান্য অংশে আঘাত করছে সে।
শুক্রবার সকালে শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ওই শিক্ষক একাই ছিলেন। তবে অপর এক শিক্ষক বিষয়টি টের পেয়ে ওই ছাত্রের কবল থেকে আহত শিক্ষককে রক্ষা করেন।
ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঝাঝরের সহকারী পুলিশ সুপার হিমাংশু গার্গ। একই সঙ্গে ওই শিক্ষার্থীর সহযোগী আরেক শিক্ষার্থীকেও এই ঘটনায় সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
হিমাংশু গার্গ বলেন, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী জানিয়েছে, সেমিস্টার ফাইনালে কম নম্বর পাওয়ার জের ধরে ওই শিক্ষকের উপর হামলা চালায় সে।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরআই