ইকোনমিস্ট ‘নিরাপদ শহর সমীক্ষা-২০১৭’ শীর্ষক একটি জরিপ চালিয়ে এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তালিকাটি প্রকাশ হয়েছে।
এই জরিপ মতে, সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে জাপানের টোকিও। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সিঙ্গাপুর এবং জাপানেরই ওসাকা।
অনিরাপদ শহরের তালিকায় আরও রয়েছে ইস্তাম্বুল (দ্বিতীয়), মুম্বাই (তৃতীয়), ব্যাংকক (চতুর্থ), কায়রো (ষষ্ঠ), প্যারিস (সপ্তম), কুয়েত সিটি (অষ্টম), দিল্লি (নবম), বগোতা (দশম)। এ তালিকার সামনের দিকে আরও রয়েছে ব্রাসেলস, মেক্সিকো সিটি, জাকার্তা, তেহরান, হংকং, মস্কো, ইয়াঙ্গুন, বেইজিং, ম্যানিলা ও অ্যাথেন্সের মতো নগরগুলো।
ব্যক্তিগত, অবকাঠামোগত, স্বাস্থ্যগত ও ডিজিটাল নিরাপত্তাসহ ৪৯টি বিষয় বিশ্লেষণ করে এ দুই তালিকা তৈরি করা হয়েছে।
তালিকা তৈরির জন্য ৬০টি করে শহরকে বাছাই করা হয়েছিল। ৬০ শহরের মধ্যে সবমিলিয়ে ঢাকার অবস্থান ৫৮তম। এক্ষেত্রে বাংলাদেশের রাজধানীর পয়েন্ট ৪৭.৩৭।
এ বিষয়ে সমীক্ষা পরিচালক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, অনেক কিছু বিবেচনায় এই তালিকা প্রস্তুত হয়েছে। নগরের সুযোগ-সুবিধা, বা উদ্বেগ-দুঃশ্চিন্তারই প্রতিফলন হয়েছে তালিকায়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এইচএ/