ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্তুগালে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
পর্তুগালে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ারকর্মীরা

সপ্তাহজুড়ে দাবানলে পুড়তে থাকা ইউরোপের দেশ পর্তুগালে প্রাণহানি বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। দেশটির বেসামরিক নিরাপত্তা ব্যবস্থা এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারকর্মীরা ১৪৫টি এলাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন, যার মধ্যে ৩২টি ভয়াবহ। কয়েমব্রা, ক্যাস্টিলো ব্রানকো, ভিসিউ এবং গুয়ার্দা জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে প্রাথমিক ছয়জনের প্রাণহানির খবর জানালেও দ্রুতই তা ২৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী একজন গর্ভবতী রয়েছেন। দাবানল থেকে বাঁচতে অন্যত্র সরে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

টানা শুষ্ক মৌসুমের পর পর্তুগালের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার কর্মী কাজ করছেন। যার প্রভাব পড়েছে পাশ্ববর্তী স্পেনে। সেখানেও অন্তত তিনজনের প্রাণহানির খবর মিলেছে।  

তবে বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। এতে ‘রসদ’ যোগাচ্ছে আটলান্টিকে সৃষ্ট হারিকেন ‘অফিলিয়া’। যা সোমবার (১৬ অক্টোবর) দিনের শেষভাগে যুক্তরাজ্য উপকূলে আঘাত হানবে।  

আরও পড়ুন
এবার দাবানলে পুড়ছে স্পেন-পর্তুগাল, ২ মরদেহ উদ্ধার

এর আগে গত জুনে পর্তুগালে ভয়াবহ দাবানলে ৬৪ জনের প্রাণহানি হয়। সে সময় আহত হন অন্তত ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।