ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগানিস্তানে পুলিশসহ নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
তালেবান হামলায় আফগানিস্তানে পুলিশসহ নিহত ৭১ তালিবান হামলায় বিধ্বস্ত স্থাপনা থেকে ধোঁয়া উড়ছে

ঢাকা: আফগানিস্তানের পাকতিয়া ও গজনী প্রদেশে সরকারি স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার সংঘটিত তালেবান হামলায় প্রাণ হারিয়েছে ৭১ জন।

তাদের মধ্যে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে পাকতিয়ার প্রাদেশিক রাজধানী গারদেজের একটি পুলিশ ট্রেনিং সেন্টারে পরিচালিত আত্মঘাতী হামলায়। সেখানে আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক।

এছাড়া গজনীর একটি জেলা হেডকোয়ার্টারে সংঘটিত অপর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকালের দিকে চুরি করা একটি সামরিক যান নিয়ে আত্মঘাতী হামলাকারীরা গারদেজের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়। হামলায় স্থানীয় পুলিশ প্রধান বিগ্রেডিয়ার তোরিআলি আবদিয়ানিসহ নিহত হয় ৪১ জন। এছাড়া আহত হয় আরও ১৫০ জন। হতাহতদের মধ্যে পুলিশ ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক।

গজনীর আনদার জেলার মূল প্রশাসনিক হেডকোয়ার্টারে চালানো হামলায় নিহত হয় কমপক্ষে ৩০ জন। যাদের অধিকাংশই পুলিশ সদস্য।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উভয় হামলার দায় স্বীকার করে জানান, গজনীর হামলায় কমপক্ষে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছে।

পাশাপাশি সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ হস্তগত করার দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।