ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাতালান প্রেসিডেন্টকে অপসারণের ডাক স্পেন প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
কাতালান প্রেসিডেন্টকে অপসারণের ডাক স্পেন প্রধানমন্ত্রীর মারিয়ানো রাজয় ও কার্লেস পুজদেমন্ত

‘সংবিধান বহির্ভূতভাবে’ স্পেন ভেঙে স্বাধীন রাষ্ট্র গড়তে গণভোট করায় কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্তকে অপসারণের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তিনি আগামী ৬ মাসের মধ্যে অঞ্চলটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়ে বলেছেন, শিগগির কাতালোনিয়ার নেতৃত্বভার কেন্দ্রীয় সরকারের অধীনে চলে আসবে।

শনিবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলন করে স্প্যানিশ প্রধানমন্ত্রী কাতালোনিয়ার গণভোট ইস্যুতে নানা বিষয়ে কথা বলেন। তার আগে তিনি বৈঠক করেন মন্ত্রিপরিষদের সঙ্গে।

সেখানে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করে অঞ্চলটিকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এইচএ/

** সংসদে উঠছে প্রস্তাব: মাদ্রিদের শাসনের পথে কাতালোনিয়া?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।