বিশেষ দূত হিসেবে রে মিয়ানমারে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় ও নিরাপত্তা সমস্যা নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্বারোপ করবেন। এছাড়া রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়, অন্যান্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং নারী ও মেয়েশিশুসহ নির্যাতনের শিকার জনগোষ্ঠীর সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
একইসঙ্গে সংহিসতার শিকার ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কানাডা কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে সে বিষয়েও জাস্টিন ট্রুডোকে পরামর্শ দেবেন রে।
এদিকে সমস্যা মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে ১২ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার কথা বলেছেন ট্রুডো।
এক বিবৃতিতে ট্রুডো বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক বিপর্যয় ও নিরাপত্তা সমস্যা নিয়ে কানাডা উদ্বিগ্ন। আমি নিশ্চিত যে আইনজীবী, উপদেষ্টা, মধ্যস্ততাকারী ও সরকারি কর্মকর্তা হিসেবে বব রে-এর ভূমিকা দেশটির (মিয়ানমার) সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জেডএস