স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে অরুণাচলে তৈরি হবে ৫০টি নতুন সড়ক।
তিনি বিস্তারিত তুলে ধরে বলেন, সীমান্ত সেনাঘাঁটিগুলোর মধ্যে সংযোগ ঘটাতে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ২৫টির বেশি রাস্তায় দ্রুত বেগে নির্মাণকাজ চলছে।
মন্ত্রী জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের লাদাখে পরীক্ষামূলক একটি সেনাশিবির তৈরি করা হয়েছে। তা সফল হলে সীমান্ত ঘেঁষে এমন আরও ঘাঁটি তৈরি হবে।
ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। জি-স্যাট যোগাযোগ প্রক্রিয়া এবং উপগ্রহভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। একই উদ্দেশে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), এসএসবি ও আইটিবিপির জন্য পৃথক স্যাটেলাইট ব্যান্ডউইথের প্রস্তাব নিয়েও চিন্তাভাবনা করছে দেশটির মন্ত্রণালয়।
বাংলাদেশ ছাড়া, পাকিস্তান, চীন, নেপাল ও মায়ানমারের সঙ্গে মোট ১৫ হাজার কিলোমিটারজুড়ে সীমান্ত রয়েছে ভারতের। বর্তমানে ইসরো নির্মিত ১৩টি উপগ্রহের সাহায্যে সীমান্ত ও সংলগ্ন অঞ্চলে নজর রাখে বিএসএফ, এসএসবি ও আইটিবিপি। নজরদারির জন্য ভারতীয় নৌবাহিনীর রয়েছে নিজস্ব সামরিক উপগ্রহ জি স্যাট-৭ ওরফে রুক্মিনী।
এর আগে বিতর্কিত ভূখণ্ড ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে ৭০ দিন ধরে চলে উত্তেজনা-অচলাবস্থা। তা থেকে নয়াদিল্লিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছিল চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ভারত-চীন-ভুটান সীমান্তে অবস্থিত বিতর্কিত ওই মালভূমিতে দুই দেশের সেনা সমাবেশ ঘটানোকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আইএ