মঙ্গলবার (২৪ অক্টোবর) চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে অংশগ্রহণকারী ডেলিগেটরা সর্বসম্মতিক্রমে শি জিনপিংয়ের নাম ও দর্শনকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।
২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্ষমতা সুসংহত করে রাষ্ট্র ও কমিউনিস্ট পার্টির উপর নিজের কর্তৃত্ব জোরদার করছেন শি জিনপিং।
রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত এই কংগ্রেসে চীনা কমিউনিস্ট পার্টির ২ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
এবারের কংগ্রেসকে শি ব্যবহার করেন তার ক্ষমতা সুসংহত করার কাজে।
শি জিনপিংয়ের নাম ও তার দর্শনকে চীনের কমিউনিস্ট পার্টির সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেয়া হয় কংগ্রেসের অধিবেশনে। সবশেষে এ ব্যাপারে ডেলিগেটদের কোনো আপত্তি আছে কি না তা জিজ্ঞেস করা হয়। লক্ষণীয় যে কোনো ডেলিগেটই নো বলেননি।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরআই