আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী মোগাদিসুতে প্রথমে একটি হোটেলের বাইরে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এরপর গুলির শব্দ শোনা যায়।
পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, মোগাদিসুর নাশাহাব্লাদের যে হোটেলে হামলা চালানো হয় সেখানে নিয়মিত আইনপ্রণেতা, নিরাপত্তা বাহিনী সদস্যসহ বেসরকারি লোকজনের পদচারণা ছিলো।
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এর আগে অক্টোবরের মাঝামাঝিতে মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে সাড়ে ৩শ’ মানুষের প্রাণহানি হয়।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭ অপডেট সময়: ৪০০০ ঘণ্টা
জেডএস/এসআইএস