স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী ডেনভারের উপকণ্ঠের ওই সুপার সেন্টারে এ গুলির ঘটনা ঘটে। নিহত দু’জনই পুরুষ।
স্থানীয় পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেনভারের উপকণ্ঠের ওই ওয়ালমার্ট সেন্টারের গুলির খবর আসে তাদের কাছে। ঘণ্টাখানেক পর প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত হন, সেখানে কোনো ‘সক্রিয় বন্দুকধারী’ নেই।
কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি প্রশাসন। এমনকি সন্দেহভাজন কাউকে পাকড়াও করার কথাও জানা যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেওয়া হয়। এতে অন্তত আট জন নিহত হন। হামলাকারীকে আইএসের সমর্থক বলে সন্দেহ করছে মার্কিন সংবাদমাধ্যম।
ওই ঘটনার পর পুরো যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এরমধ্যেই ডেনভার উপকণ্ঠে এমন ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এইচএ/