রোববার (৫ নভেম্বর) শহরের উপকণ্ঠের বাণিজ্য রোড বলে পরিচিত রাস্তায় এই বোমা হামলা চালানো হয়। রোডটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা এলাকায় রসদ সরবরাহে ব্যবহার করা হয়।
এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র পক্ষ থেকে বলা হয়, গাড়ি বোমাটি পেতেছে আইএস। হামলার পর ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এ হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসেরও (এসডিএফ) বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন। মনে করা হচ্ছে সংঘাতকবলিত দেইর আল-জৌর থেকে লোকজনের পালানোর সময় এই ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
আরব বসন্তের জেরে ২০১১ সালে উত্তাল হয়ে পড়া সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখলের পর খেলাফত ঘোষণা করে আইএস। সেসময় রাক্কাকে রাজধানী ঘোষণার পাশাপাশি ২০১৪ সালে দেইর আল-জৌরও দখল করে নেয় সন্ত্রাসী গোষ্ঠীটি। ইরাক সীমান্তের কাছের হওয়ার কারণে এই শহরেরও অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল।
কয়েক সপ্তাহ আইএসের বিরুদ্ধে লড়াইয়ের পর গত ৩ নভেম্বর শহরটি ‘পুনরুদ্ধারের’ ঘোষণা দেয় রাশিয়ার সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সিরিয়ার সশস্ত্র বাহিনী।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এইচএ