ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে জাপান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে জাপান বৈঠকের পর ট্রাম্প ও আবে একসঙ্গে

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার জন্য আরও কড়া বার্তা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জাপান আকাশেই কিম জন উনের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে পারে।

যুক্তরাষ্ট্র তার মিত্র জাপানকে যে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে তা দিয়ে এই কাজ সহজেই করা সম্ভব বলেও মত দিয়েছেন তিনি।

পরিপ্রেক্ষিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বিষয়ে হস্তক্ষেপ হতে পারে। দিন দিন গুণগত এবং পরিমাণগতভাবে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে।

টানা ১১ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার (০৬ নভেম্বর) ট্রাম্প-আবে বৈঠকের পর সংবাদসম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা উঠে আসে।

বৈঠকের পরকিম জন উন টানা দুইবার জাপানের উপর দিয়ে এই মারণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে জাপান। ক্রয় সম্পন্ন হলে অচিরেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব।

সামরিকখাতে দুই দেশের মধ্যে কী ধরনের চুক্তি এবং কখন চুক্তি হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে জাপনে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে যেগুলোতে এই সরঞ্জাম ব্যবহৃত হবে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প টুইট করেছিলেন, জাপান ও দক্ষিণ কোরিয়া ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে আধুনিক সরঞ্জাম কিনে উল্লেখযোগ্যভাবে সক্ষমতা বৃদ্ধি করতে পারে।

বারেবারে আহ্বানের পরও আন্তঃমহাদেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়ে যাওয়া উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই নেতা আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করলেন। এছাড়া দেশটির প্রতি অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা এসেছে।

এদিকে জাপানের অর্থনৈতিক উন্নয়নেও যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে ট্রাম্প মত দিয়েছেন।

টোকিওতে মার্কিন বিমান ঘাঁটিও এদিন পরিদর্শন করেছেন ট্রাম্প। সাক্ষাৎ করেছেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে।

জাপান থেকে ট্রাম্প যাচ্ছেন দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।