সোমবার (৬ নভেম্বর) জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী সিমন খায়া মোয়ো সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। মুগাবের পত্নী গ্রেস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টকে অপসারণের জন্য আহ্বান জানিয়েছিলেন।
সিমন খায়া বলেন, ৭৫ বছর বয়সী নানগাগবা তার দায়দায়িত্বের ব্যাপারে অসঙ্গতিপূর্ণ আচরণ করছিলেন। ‘অবাধ্যতার নিদর্শন’ দেখানোয় তাকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট।
জিম্বাবুয়ের দীর্ঘ ৩০ বছরের প্রেসিডেন্ট ৯৩ বছর বয়সী মুগাবের উত্তরসূরী ভাবা হচ্ছিল সাবেক গোয়েন্দা প্রধান নানগাগবাকে। কিন্তু সম্প্রতি মুগাবের স্ত্রী ৫২ বছর বয়সী গ্রেস তার কড়া সমালোচনা করে আসছিলেন। এমনকি মুগাবের উত্তরসূরী হিসেবে নিজেই জাহির করে আসছিলেন।
নানগাগবাকে বহিষ্কার করায় মুগাবের উত্তরসূরী হিসেবে এখন গ্রেসকেই দেখছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এইচএ