যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (০৭ নভেম্বর) নিজ বাসা থেকে ৪৯ বছর বয়সী এই রাজনীতিবিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ ওঠায় গত শুক্রবার পদ হারান কার্ল। কমিউনিটি ও শিশুবিষয়ক কেবিনেট সচিব পদের দায়িত্বে ছিলেন তিনি। শুরু হয় বিশদ তদন্ত। যদিও অভিযোগ মেনে না নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা বলেছিলেন লেবার মন্ত্রী।
তিনি বিবাহিত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যে বন্ধন আমাদের এক করে রেখেছিল, তা হারিয়ে আমরা বাকরুদ্ধ।
লেবার পার্টির প্রধান নেতা জেরেমি করবিন বলেছেন, এটি গভীর দুঃসংবাদ।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আইএ