ফাঁস হওয়া নথি অনুযায়ী, গুগল, শেভরন ও অ্যপলসহ নামি-দামি কোম্পানিগুলো তাদের বিপুল পরিমাণ অর্থ অফশোর (কর এড়ানোর জন্য তৈরি করা ভুয়া প্রতিষ্ঠান) কোম্পানিতে বিনিয়োগ করেছে বা জমা করেছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কর ফাঁকি দিয়ে ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের জার্সি আইল্যান্ডে ২৩ হাজার ৬০০ কোটি ডলার অর্থ জমা করেছে।
জার্সি আইল্যান্ডে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে কোনো কর দিতে হয় না। আর সে সুযোগই নিয়েছে অ্যাপল।
শুধু অ্যাপলই নয়, এ সুযোগ নিয়েছে ফাইজার (১৭ হাজার ৮০০ কোটি ডলার) মাইক্রোসফট (১৪ হাজার ৬০০ কোটি ডলার), জেনারেল ইলেকট্রনিকস (৮ হাজার ২০০ কোটি ডলার), গুগল (৭ হাজার ৮০০ কোটি ডলার), শেভরনসহ (৪ হাজার ৬০০ কোটি ডলার) যুক্তরাষ্ট্রের অনেক বহুজাতিক কোম্পানি।
প্যারাডাইস পেপার্সে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে রাশিয়ার বিনিয়োগ রয়েছে বলেও তথ্য ফাঁস হয়েছে। উঠে এসেছে নির্বাচনের সময় প্রচারে কর ফাঁকির অভিযোগ উঠেছে হিলারির বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএ/