একই সঙ্গে বালিতে আটকা পড়ার কারণে যাদের ভিসার মেয়াদ শেষ যাচ্ছে তাদের মেয়াদ আরো এক মাস বাড়ানোরও ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী আরিফ ইয়াহিয়া।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সোয়া সাতটা থেকে পর্যটন দ্বীপটির স্থানীয় বিমানবন্দর নগুরাহ রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির তরফে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।
১৯৬৩ সালে বালি দ্বীপের মাউন্ট অ্যগুঙ নামে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১৬ হাজারেরও বেশী মানুষের প্রাণহানি ঘটেছিলো। এর পর থেকে আগ্নেয়গিরিটি ঘুমিয়ে থাকলেও গত বুধবার নতুন করে ধোঁয়া উদগীরণ শুরু করে। শনিবার নাগাদ কয়েক হাজার মিটার উচ্চতায় উঠে যায় ধোঁয়ার কুণ্ডলি। যে কোনো সময় এর জ্বালামুখ দিয়ে অগ্নুৎপাত শুরুর আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জেডএম/