সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইয়ানগুনে অবতরণ করে। এ সময় হাজারো মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্বাগত জানান।
পোপ ফ্রান্সিস এমন সময় মিয়ানমারে গেলেন যখন রোহিঙ্গাদের ‘জাতিগত নিধনে’ সারাবিশ্বেই নিন্দার ঝড়।
মিয়ানমার সফরে দেশটির দেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। যার মধ্যে স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ রয়েছেন সেনাপ্রধান।
এরপর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আসবেন বাংলাদেশে।
রওয়ানা দেওয়ার সময় তিনি বলেছিলেন, মিয়ানমার এবং বাংলাদেশ সফরে যাচ্ছি। সবার মাঝে বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে চাই।
চলতি বছরের ২৪ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যে অব্যাহত অত্যাচারে এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাত লাখের বেশি বলে জাতিসংঘ জানাচ্ছে। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও লাখ খানেক বেশি। এছাড়া আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট রোহিঙ্গা সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আইএ