ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশে এলএনজি ও বিদ্যুতকেন্দ্র নির্মাণে এডিবির ঋণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বাংলাদেশে এলএনজি ও বিদ্যুতকেন্দ্র নির্মাণে এডিবির ঋণ রিলায়েন্স ও এডিবি (লোগো)

ভারতের বেসরকারি খাতের কোম্পানি রিলায়েন্স বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও বিদ্যুত প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে।

এজন্য তাদের প্রায় ৫৮৩ মিলিয়ন ডলারের (৫৮ কোটি ৩০ লাখ ডলার) ঋণ অর্থায়নের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ঢাকার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি মেঘনাঘাটে হচ্ছে এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হবে এলএনজি টার্মিনাল।

পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক বিলিয়ন ডলার।

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক মাইকেল ব্যারো বলেছেন, রিলায়েন্সের সঙ্গে এডিবির অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নের জন্যই। এতে করে দেশটির অর্থনৈতিক উন্নয়ন যেমন তরান্বিত হবে তেমনি, চাহিদাও পূরণ হবে।

রিলায়েন্স পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেনুগোপালা রাও বলেছেন, এটি একটি বড় প্রকল্প। যার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুতখাতে সহায়তা হবে।

প্রাথমিকভাবে আনুমানিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে। পরবর্তীতে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।