বুধবার (০৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, সোমবার তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার একটি ঘোষণা আসতে পারে এমন সম্ভাবনার খবর শোনা যায়।
এরই গাজার রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে নেমেছেন কয়েক হাজার ফিলিস্তিনি। স্বেচ্ছায় রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন তারা।
বিবৃতিতে ফিলিস্তিনি নেতারা বলেন, জেরুজালেম রক্ষায় তাদের আন্দোলন চলবে।
এদিকে জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের মুখে ঐক্যবদ্ধভাবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের সব দল।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএ/