ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘মাস্তান’ বললেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ট্রাম্পকে ‘মাস্তান’ বললেন মাহাথির মোহাম্মদ ডোনাল্ড ট্রাম্প ও মাহাথির মোহাম্মদ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক সমঝোতা ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক মাস্তান ও খলনায়ক’ হিসেবে অভিহিত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে অংশ নিয়ে ৯৩ বছর বয়সী মাহাথির বলেন, ‘ট্রাম্পের সিদ্ধান্তের পরিণতি এমন হবে, যেটাকে সন্ত্রাস বলা যাবে। ’

মালয়েশিয়ার বিরোধী জোটের চেয়ারম্যান মাহাথির বলেন, ‘বিশ্বে এখন একজন মাস্তান রয়েছে।

ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নাও। জেরুজালেম সিদ্ধান্ত মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করবে। ’

গত সপ্তাহে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তিনি ঘোষণা দেন, সামনের বছরগুলোতেই তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। কারণ আন্তর্জাতিক সমঝোতা অনুযায়ী, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ ‘স্বাধীন’ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে।
 এছাড়া ১৯৯৩ সালের ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি অনুযায়ী, জেরুজালেম নগরীর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে হবে।

প্রায় ২২ বছর সরকার চালিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়াকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা মাহাথির বলেন, ‘আমাদের সবার উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ভিলেনকে থামিয়ে দিতে নিজেদের সব শক্তি ব্যবহার করা। ’

গত সপ্তাহে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সবশেষ দু’দিন আগে ১৩ ডিসেম্বর ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ৫৭ মুসলিম দেশের জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।