ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণকবর তদন্তে মিয়ানমার সেনাবাহিনীর তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
গণকবর তদন্তে মিয়ানমার সেনাবাহিনীর তদন্ত কমিটি রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘর এভাবেই পুড়ানো হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাখাইনে পাওয়া গণকবরের বিষয়ে তদন্ত করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। 

বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে নিয়োজিত করা হয়েছে। এতে অন্যান্য নিরাপত্তা বাহিনীও সংযুক্ত হতে পারে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।  

ফেসবুকে এক বিবৃতিতে সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মি অং হ্লাং বলেন, পাঁচ সদস্যদের তদন্ত দল বিষয়টি তদন্ত করতে বুধবার নেপিদো ত্যাগ করেছে।  তদন্ত দলে নেতৃত্ব দিচ্ছেন লে. জেনারেল অ উইন।  

এর চেয়ে বেশি কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।  

গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারে নির্যাতনের ভয়ে বাংলাদেশে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে।  

রাখাইনে হত্যা, লুট, ধর্ষণসহ রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন করেছে সরকারি বাহিনী। রোহিঙ্গা ঢল কমলেও এখনও প্রতিদিনই নাফ নদী পেরিয়ে কক্সবাজারে প্রবেশ করছে রোহিঙ্গারা।  

তাদের ফেরাতে এরই মধ্যে বাংলাদেশ-মিয়ানমার একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। আর এর মধ্যেই সম্প্রতি ১০টি গণকবরের সন্ধান মেলে রাখাইনে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।