বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।
সংবাদমাধ্যম জানায়, কম্পনে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহতের খবর জানা যায়।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে ইরান একটি। ২০০৩ সালে দেশটিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের মৃত্যু হয়। মাটিতে মিলে যায় প্রাচীন শহর বাম।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জেডএস