ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোতে মিষ্টি কারখানায় বন্দুকধারীর হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
মস্কোতে মিষ্টি কারখানায় বন্দুকধারীর হামলা, নিহত ১ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার একটি মিষ্টি তৈরির কারখানায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ওই মিষ্টি কারখানায় এ ঘটনা ঘটে। আক্রমণকারী বন্দুকধারীর নাম ইলিয়া ভেরানভ (৪৯)।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইলিয়া প্রথমে ওই কারখানার ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এতে উদ্ভ্রান্ত হয়ে ছুটোছুটি করতে থাকেন শ্রমিকরা।  

এ সময় একজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই কারখানাটি ঘিরে রেখেছেন।  

এদিকে আক্রমণকারী ইলিয়া ওই কারখানা থেকে মস্কো রেডিও স্টেশনে ফোন করে নিজেকে ওই কারখানার ‘পরিচালক’ হিসেবে ফোন করে।  

তিনি বলেন, ‘আমি এখানে একজনকে গুলি করে মেরেছি। এখন আমি নিজেকে গুলি করবো অথবা আত্মসমপর্ণ করবো। ’ 

রাশিয়ার সংবাদসংস্থা ইতারতাস বলছে, সাবেক একজন মালিক ওই কারখানায় প্রবেশ করে একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে।  
এখনও অস্ত্র উঁচিয়ে কারখানা প্রাঙ্গণে গোলাগুলি করছেন ওই ব্যক্তি। গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।  

মস্কো পুলিশের প্রধান জেনারেল ওলিগ বারানভ বলেন, ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কারখানাটি ঘিরে রেখেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।