একটি সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রে এই হামলা হয়েছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)।
সংবাদমাধ্যমটির নাম ‘আফগান ভয়েস নিউজ এজেন্সি’।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ৪০ জন মারা গেছেন। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে ৩০ জনকে।
ওই এজেন্সির একজন সাংবাদিক সৈয়দ আব্বাস হুসেইনি জানান, একাধিক বিস্ফোরণের শব্দ তারা পেয়েছেন। কাজের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন রিপোর্টার নিহত এবং একজন অাহত হয়েছেন।
হামলার স্থানটি রাজধানী থেকে পশ্চিম দিকে। এটি শিয়া অধ্যুষিত এলাকা। এখনও পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি। জঙ্গিগোষ্ঠী তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে তাৎক্ষণিক পোস্ট দিয়ে জানিয়েছেন তারা এর সঙ্গে জড়িত নন। কিন্তু এ ধরনের হামলা ইতোপূর্বে তালেবান ও আইএস চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭/আপডেট ১৪১৬ঘণ্টা
আইএ