ভারতের রাজ্যসভায় কণ্ঠভোটে বেশিরভাগ সদস্যই এ বিষয়ে একমত হয়েছেন। এতে সংশোধন হয়েছে আইন।
১৯২৭’র ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী বাঁশকে গাছ বলা হতো তা আর থাকলো না।
গত ২০ ডিসেম্বর লোকসভাতে আগেই বিলটি পাস হয়। বুধবার (২৭ ডিসেম্বর) রাজ্যসভায় যা পাস হলো।
তবে বিরোধীদলগুলো ইতোমধ্যেই এই নতুন বিল নিয়ে সমালোচনা শুরু করেছে। তাদের অভিযোগ, কোনো রকম আলোচনা না করেই এটি পাস করা হয়েছে। এর সুফল পাবে শিল্পপতিরা!
সংসদের বাইরের কয়েকজন সিনিয়র নেতাও এ নিয়ে সমালোচনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আইএ