কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বর্তমানে বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট ওঠা-নামা করছে না।
এদিকে দিল্লিতে রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে খানিক কম।
বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে আবহাওয়া অধিদফতর আভাস দিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আরো কমতে পারে।
শুধু ফ্লাইট নয় ঘন কুয়াশায় ব্যাঘাত ঘটছে যোগাযোগের অন্য মাধ্যমগুলোতেও। এখন পর্যন্ত ১৫টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে, বিলম্ব হয়েছে ৫৭টি আর পুনঃশিডিউল করা হয়েছে ১৮টি ট্রেনের।
আর সাবধানে মোটরসাইকেল চালাতে চালকদের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেডএস