মেক্সিকান সিটি: যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে সিউদাদ হুয়ারেস এলাকায় মেক্সিকোর এক মেয়রকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত মানুয়েল লারা রদ্রিগেস (৪৮) চিহুয়াহুয়া প্রদেশের গুয়াদালুপ দিস্ত্রিতো ব্রাভোস শহরের মেয়র ছিলেন।
শনিবার স্থানীয় সময় দুপুরে সান্তা তেরেসা এলাকায় লারা যে বাড়িটিতে অবস্থান করছিলেন সেখানে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে তাঁকে হত্যা করে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বারবার হত্যার হুমকি পাওয়ার পর লারা রদ্রিগেস এখানে পালিয়ে এসে লুকিয়ে ছিলেন।
পুলিশ জানিয়েছে লারাকে তার পরিবারের সদস্যদের চোখের সামনে হত্যা করা হয়। তাঁর বাড়ির সামনে গাড়ি চলার পথটিতে ১১ টি গুলির খোসা পাওয়া গেছে।
প্রসঙ্গত, গুয়াদালুপ শহরটি যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানকারী প্রতিদ্বন্দ্বী দলগুলির সংঘর্ষের মূল কেন্দ্র। মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক বলে তালিকাভূক্ত এ শহরটিতে এ পর্যন্ত শত শত মানুষ এদের হাতে প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫:৫৯ঘন্টা, ২০জুন, ২০১০
এসআইএস/ডিসি