ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোলেমানি হত্যা: রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
সোলেমানি হত্যা: রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেমানিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সোলেমানিকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসিডেন্ট পুতিন উদ্বেগ প্রকাশ করে বলেন, আমেরিকার এ পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাবে।  

এর আগে রাশিয়ার কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে চায়।  

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্তান্তিন কাসাচোভ বলেছেন, মার্কিন দূতাবাসে ইরাকি জনগণের হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র জেনারেল সোলেমানিকে যেভাবে হত্যা করেছে, তার চেয়ে খারাপ দৃশ্যপট আর কিছু হতে পারে না।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।