এবার তিনি এনআরসি এবং সিএএ নিয়ে গানও বাঁধলেন। দেশের মানুষকে সচেতন করতেই তিনি এই গান লিখেছেন বলে জানিয়েছেন।
গানটি শেয়ার করে মমতা লেখেন, বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়।
সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই এর বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তিনি এনআরসি এবং সিএএ কোনোটাই প্রয়োগ করতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন।
এর আগে শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেন। কবিতাটির নাম ‘অধিকার'। সেই কবিতা জুড়ে নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে তাঁর প্রতিবাদের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এজে