ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সামরিক বহরে হামলা, ২ মার্কিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আফগানিস্তানে মার্কিন সামরিক বহরে হামলা, ২ মার্কিন নিহত ম্যাপ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে রাস্তার উপর পেতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য  এবং অপর দুইজন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) কাবুলের ন্যাটোর পরিচালিত রেজুলেট সাপোর্ট মিশনের  বিবৃতির বরাত দিয়ে তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, মার্কিন বাহিনীর একটি সামরিক যান রাস্তা দিয়ে চলার সময় ওই রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে আফগানিস্তানে তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হামলায় গাড়িতে থাকা সব মার্কিন সেনা নিহত হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় তালেবান নেতা মোল্লা নাঙ্গালাই নিহত হন। ধারণা করা হচ্ছে, এ হত্যার প্রতিশোধ নিতেই তালেবান এ হামলা চালিয়েছে।

২০১৯ সালে আফগানিস্তানে তালেবান হামলায় মার্কিন সামরিক বাহিনীর ২৩ সদস্য নিহত হন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।