ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে আটজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে আটজনের প্রাণহানি ঝড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (১১ জানুয়রি) দেশটির আলাবামা, লুইজিয়ানা ও টেক্সাস রাজ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল আলাবামা।

এদিন বেশ কয়েকবার টর্নেডোর সতর্কতা সংকেত দেখানো হয়। বাতিল করা হয়েছে শিকাগোর প্রধান দু’টি বিমানবন্দরের শত শত ফ্লাইট।  

এছাড়া, ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, ওকলাহোমা ও আরাকানসাসও। তবে এসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।