ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যস্ত সড়কে হঠাৎ গর্ত, বাস পড়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ব্যস্ত সড়কে হঠাৎ গর্ত, বাস পড়ে নিহত ৬

চীনের জিনগাই প্রদেশের রাজধানী জিনিংয়ের ব্যস্ত সড়কে হঠাৎ বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে যাত্রীবাহী বাস পড়ে গিয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১০ জন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ১৬ জন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। যদিও সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সড়কে হঠাৎ বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। আর একটি বাস সেই খাদে পড়ে অর্ধেক নিমজ্জিত অবস্থায় যেন হাওয়ায় দুলছে।

স্থানীয় একটি হাসপাতালের সামনে ঘটা ওই দুর্ঘটনায় গর্তের মধ্যে বিস্ফোরণ হতেও দেখা যায়। দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পেঁছে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে চলমান রয়েছে তদন্ত।
 
সড়কের মধ্যে হঠাৎ গর্ত হয়ে যাওয়ার বিষয়টি চীনে নতুন নয়। উন্নয়ন কাজ দ্রুত করতে গিয়ে নির্মাণজনিত জটিলতায় এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে প্রকৌশলীদের দোষারোপ করেন সংশ্লিষ্টরা।   

২০১৬ সালের হেনান প্রদেশে একই ধরনের ঘটনায় তিন জনের মৃত্যু হয়, পাশাপাশি সড়কের একাংশ দেবে যায়। ওই সময় ঘটনার প্রাথমিক তদন্তে প্রবল বৃষ্টিপাতে সড়কের নিচে পানির পাইপ ফেটে যাওয়াকে কারণ হিসেবে জানানো হয়।

তার আগে ২০১৩ সালে শেনজেনে একটি শিল্প এলাকার প্রধান ফটকে ৩৩ ফুট গর্ত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।