ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিউবা-জ্যামাইকায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
কিউবা-জ্যামাইকায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: কিউবা ও জ্যামাইকার ক্যারিবিয়ান অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

 ইউএসজিএস জানিয়েছে, দেশটির জ্যামাইকা, কেম্যান দ্বীপপুঞ্জ এবং কিউবায় এ ভূমিকম্প অনুভূত হয়। ৭ দশমিক ৭ মাত্রার কম্পনের ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।