ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশি তাড়ানোর দাবিতে মুম্বাইতে লক্ষাধিক মানুষের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বাংলাদেশি তাড়ানোর দাবিতে মুম্বাইতে লক্ষাধিক মানুষের মিছিল

ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে মুম্বাইতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে ওই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল 'মহারাষ্ট্র নবনির্মাণ সেনা'।

রোববার অনুষ্ঠিত ওই মিছিল ও সমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল।  

দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবি ও নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে এই জনসভা ডাকা হয়।

 

সমাবেশে দলের নেতা রাজ ঠাকরে ঘোষণা করেছেন, ‘ভারত কোনও ধর্মশালা নয়, এখান থেকে বাংলাদেশি ও পাকিস্তানিদের তাড়িয়েই ছাড়া হবে। ’

কথিত বাংলাদেশিদের ভারতছাড়া করার বিষয়ে ক্ষমতাসীন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রথম সারির নেতারা বারবার হুংকার দিয়েছেন। ‘বাংলাদেশি’ মুসলিমদের নিয়ে কুকথাও বলেছেন। তবে সে ইস্যুতে এই প্রথম এত বড় রাজনৈতিক কর্মসূচি হলো।  

উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ভাইয়ের ছেলে রাজ ঠাকরে শিবসেনা থেকে বেরিয়ে এসে 'মহারাষ্ট্র নবনির্মাণ সেনা' নামে দল গড়েছিলেন প্রায় চৌদ্দ বছর আগে।

মারাঠা জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করলেও এখন দলটি হিন্দুত্ববাদের দিকেই ঝুঁকেছে। দলের পতাকার রংও পাল্টে গেরুয়া করা হয়েছে।  

রাজ ঠাকরের দলের নেতাকর্মীদের বক্তব্য হলো- পাকিস্তানি আর বাংলাদেশিদের আখড়ায় পরিণত হয়েছে ভারত। এই আখড়া ভাঙতে না পারলে সর্বনাশ হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।