ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘণ্টায় ১২শ’ কিমি গতিতে উড়ে রেকর্ড গড়লো ব্রিটিশ এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ঘণ্টায় ১২শ’ কিমি গতিতে উড়ে রেকর্ড গড়লো ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) এর বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফট। ছবি: সংগৃহীত

দ্রুততম সাবসোনিক (শব্দের চেয়ে ধীর গতির) ফ্লাইটের রেকর্ড গড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)। এর বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি প্রতি ঘণ্টায় আটশ’ মাইলেরও বেশি (১২৮৭ কিলোমিটার/ঘণ্টা) গতিতে উড়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এতে বলা হয়, বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্ক থেকে লন্ডনের দিকে যাত্রা করে।

মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটে রোববার (৯ ফেব্রুয়ারি) সেটি লন্ডনে পৌঁছায়।

সংবাদমাধ্যম সিএনএনের ঊর্ধ্বতন আবহাওয়াবিদ ব্র্যান্ডন মিলার বলেন, রোববার জেট স্ট্রিমের গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় দুশ’ মাইলেরও বেশি।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া কিয়ারা ও শক্তিশালী জেট স্ট্রিমের কারণে প্লেন দ্রুততম গতিতে উড়তে সক্ষম হয়েছে। জেট স্ট্রিম হলো পরিবেশে দ্রুত চলমান বাতাস।

লন্ডনের হিথরো বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে ভোর ৪টা ৪৩ মিনিটে, নির্ধারিত সময়ের দু’ ঘণ্টা আগে। ফ্লাইটে এর সর্বোচ্চ গতি ছিল ৮২৫ মাইল প্রতি ঘণ্টা।

একটি প্লেন নিউইয়র্ক থেকে লন্ডন যেতে বা আসতে গড়ে ৬ ঘণ্টা ১৩ মিনিট সময় লাগে। সাবসোনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর এ প্লেন এদিন তার গতি অতিক্রম করে গিয়েছিল। শব্দের বেগ ৭৬৭ মাইল প্রতি ঘণ্টা। প্লেনের গতিবেগ এর চেয়ে অনেক বেশি থাকলেও সেটি শব্দের চেয়ে ধীর গতিতেই উড়ছিল, সঙ্গে ছিল শক্তিশালী বাতাস।

বিএ’র এক মুখপাত্র বলেন, গতির রেকর্ডের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেই আমরা। আমাদের সুপ্রশিক্ষিত পাইলট সুযোগের সদ্ব্যবহার করে সময়ের অনেক আগেই যাত্রীদের নিরাপদে লন্ডনে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।