ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লক্ষাধিক জনতার উপস্থিতিতে শপথ নিলেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
লক্ষাধিক জনতার উপস্থিতিতে শপথ নিলেন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে এক লাখেরও বেশি জনতার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

রোববারের অনুষ্ঠানে কেজরিওয়ালের সঙ্গে শপথ নিয়েছেন আরও ছয় মন্ত্রী- মনিষ সিসোদিয়া, সত্যেন্দর জেইন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হুসেইন ও রাজেন্দ্র গৌতম।

গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে বিজয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। এবারে তৃতীয় মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল।

রোববার সকালে এক টুইটে কেজরিওয়াল দিল্লিবাসীর আশীর্বাদ চেয়ে বলেন, তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছি আমি। আপনাদের ছেলেকে আশীর্বাদ করতে রামলীলা ময়দানে চলে আসুন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও আসেননি তিনি। এছাড়া, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।

অনুষ্ঠানে স্কুল শিক্ষক, চিকিৎসক, অটোচালক, কেয়ারটেকার, পরিচ্ছন্নতাকর্মীসহ লক্ষাধিক জনতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।