ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫০ নয়, করোনা ভাইরাসে ইরানে মৃত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
৫০ নয়, করোনা ভাইরাসে ইরানে মৃত ১২ ছবি: সংগৃহীত

নতুন করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এর আগে ইরানের এক সংসদ সদস্য দাবি করেন, করোনা ভাইরাসে দেশটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ইরাজ হারিরচি বলেন, ৫০ জনের মৃত্যুর দাবিটি সঠিক নয়। ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২।

সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র আলি রাবিয়েই বলেন, দেশজুড়ে যত জনের মৃত্যু হবে, তার সঠিক সংখ্যা প্রকাশ করবো আমরা। এ ব্যাপারে আমরা স্বচ্ছতা রক্ষার অঙ্গীকার করছি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।